এটা ৯০ এর একটি মানবিক গ্রুপ। ৯০ এর কম সচ্ছল বন্ধুদের বিভিন্ন ডমস্যা ও প্রয়োজনে সহযোগিতা করাই আমাদের প্রধান উদ্দেশ্য। আমাদের ইভেন্ট সমুহঃ ১। খাদ্য প্রদান ২। চিকিৎসা সহযোগিতা ৩। চিকিৎসা জনিত আর্থিক সুবিধা ৪। ঈদ উপহার সামগ্রী প্রদান ( ঈদু উল ফিতর) ৫। বন্ধুদের জন্য গরু কোরবানি দিয়ে গোপনে তাদের বাসায় পৌছে দেয়া। ৬। সামাজিক কাজ হিসেবে কম্বল বিতরন ৭। চাকুরী বা কর্ম সংস্থানের ব্যবস্থা করা। ৮। অন্যান্য।
শুধু মাত্র প্যানেলের মানবিক বন্ধুদের নিজস্ব অনুদান > ইভেন্ট স্পন্সর ( বিশেষ ক্ষেত্রে) । > ওয়েলফেয়ারের নিজস্ব আয়বর্ধক প্রজেক্ট। প্যানেলে উম্মুক্ত উপস্হাপন এবং ১০০% সচ্ছতা ও জবাব দিহিতার মাধ্যমে আর্থিক ব্যবস্হাপনা করা হয়।
৯০ ওয়েলফেয়ারের একজন সম্মানিত মানবিক বন্ধু মেম্বারশিপের জন্য ৯০ এর ক্লিন ইমেজের যে কোনো বন্ধু এক কালীন সর্বনিম্ন ৫,০০০( পাচ হাজার) টাকা ওয়েলফেয়ার ফান্ডে অনুদান দিয়ে থাকেন। এবং পরবর্তী তে মাসিক ৫০০ টাকা হিসাবে চাদা বা অনুদান প্রদান করেন। এক নাগারে ৬ মাস ওয়েলফেয়ারের কোনো কার্যক্রমে সংযুক্ত না থাকলে তাকে অনাগ্রহী মেম্বর হিসাবে বিবেচনা করা হয়।
যে সকল বন্ধু (প্যানেল মেম্বর) ৯০ ওয়েলফেয়ারের এই মহতী উদ্যোগে আর্থিক, মানসিক ও লজিস্টিক সাপোর্ট দিয়ে নিজেকে সম্মানিত করেন সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও সম্মাননা জানানোর পর্ব ও পলিসি বিদ্যমান।